আমি Imran, পৃথিবীর অলস মানুষদের মধ্যে অন্যতম। খুবই সাধারন ভাবে জীবন যাপন করি। নিজের মনে যা চায় তাই করি আর এ কারনে আমি খুবই অসামাজিক (আমার ব্যাক্তিগত অভিমত)। জীবনের কোন লক্ষ্য স্থির করতে পারিনি বলে কোন কাজেই সিরিয়াসনেস দেখাই না। তবে সব সময় ডিলোকালাইজড ফ্রি-রেডিকেল স্বপ্ন দেখি (মানে বাউণ্ডুলে স্বপ্ন যার তীব্রতা বেশি কিন্তু স্থায়ীত্ব কম)। টেকনোলজি এই বিষয় ছাড়া কোন ব্যাপারে উৎসাহ নাই। খাবার দাবার এর প্রতি বিশেষ দুর্বলতা থাকলেও সাধারন ভাত আর ভর্তা-ভাজি নিয়েও সন্তুষ্ট থাকতে পারি। আর কাজের মধ্যে বর্তমানে Dhaka International University পড়ছি। তাই পরীক্ষার আগের রাতে একটু আধটু বই খুলে পড়তে বসি। বিশেষ কিছু না হলেও আমার আমিকে নিয়ে আমি সন্তুষ্ট থাকার চেষ্টা করি।